শীতের শুষ্কতায় সব পাতা ঝড়ে গেলো
বসন্তে এতো অপেক্ষায় থেকে ও
একটি ফুল ও ফুটেনি।
সুখের নদীতে শুধু রঙিন তরী
ভেসে যেতেই দেখেছি!
কখনো নিজেকে তাতে ভাসাতে পারিনি
ব্যস্ত বিকেলে আমি নীরবেই রয়েছি
পাখিরা নিজেদের ভাষায় কানাকানি করছে
তাদের ভাষা বুঝিনি, শুধুই মুখের অঙ্গভঙ্গি দেখেছি।
আমি নই, জীবন আমাকে পরখ করেছে।
অনেক পথ, খুঁজে নিতে পারিনি
কোন গলিতে হেঁটে যাব
সে পথিক আমি পথ খুঁজি দিশেহারা হয়ে
গাঁয়ে ঢিলে জামা ঘুরি সন্ন্যাসীর বেশে।
জল যতই আটকাও নিচের দিকেই চলে
যতই সাজি তুমি হীনা আমি নগ্নই লাগে।
নাসরিন জাহান- কবি ও এডমিন চেতনায় সাহিত্য।