তুমি মানে আমার মন শহরের অলিগলি
তুমি মানে ছুটে চলা বিস্তৃত সে পথের প্রান্তর।
তুমি মানে পাশাপাশি হেঁটে চলা দিগন্ত
রংধনু সকাল দুপুর গোধূলি আমার।
তুমি মানে, আমিই যেনো একখণ্ড কোহিনুর
বিশ্বব্রক্ষ্মান্ডের একটাই দেখা মেলা ভার।
তুমি মানে,
কবিতা উপন্যাস গল্পের একচ্ছত্র আধিপত্য
তোমার জন্য আমি সবমিলিয়ে একটা চরিত্র।
তুমি মানে, শান্ত জলের নিরবধি বয়ে চলা
জমে থাকা মনের অনেক না বলা কথা।
তুমি মানে,
শীতের ভোরে কুয়াশা জড়ানো আদর
তুমি মানে ওম জড়ানো পুরোনো চাদর।
তুমি মানে এক সাগরের জলে একটা ঝিনুক
প্রিয় স্মৃতি, জেগে থাকা রাতের সমীকরণ সুখ।
তুমি মানে কিছু সামাজিক ভুল নিয়মের নীতি
ভালোবাসা পূর্ণ করা দেবতার জ্যোতি।
তুমি মানে সহজ স্বীকারোক্তি ভরা হৃদয়
বিসর্জনের মাঝে যতো সুখ বিনিময়।
তুমি মানে শতভাগ চাওয়া একটু কিছু
অভাবে স্বভাবে অসুখে বিসুখে শেষ আশ্রয়।
তুমি মানে,
মন কলমে লিখতে থাকা একটাই উপন্যাস
পারিনা যখন শেষ টানতে,থাকেনা ক্ষতের ব্যাস।
তুমি মানে,
একটা অভিধানের অতীত বতর্মান আমি
তুমি মানে সেজদায় রাখা আপন অন্তর্যামী।
পারভীন আকতার পারু – কবি, সাহিত্যিক ও সংগঠক।