ওগো আমার মাঝেই–তোমার নিবাস
আছি তোমাতেই মিশে-আমি বারোমাস।
মাতাল হই তোমার–চোখে চেয়ে চেয়ে
ভুলেছি আমি আমায়-তোমাকেই পেয়ে।
এ কী যে মধুর সুধা! –তোমার হাসিতে
অনির্বাণ ছোটে মন–এ নির্যাস নিতে।
তোমারি স্পর্শে হৃদয়ে–ঢেউ খেলে যায়
এ জীবন মরণ যে–তোমাকেই চায়
তুমি বিনে বৃথা হবে–এ মধু-সময়
পাছে দূরে চলে যাও–করে শুধু ভয়।
প্রেম-ডোরে বেঁধে রেখ–এই দেহ মন
থাকবো আপন হয়ে–আছে এই পণ।
বিধাতার করুণায় –তোমাকে পাওয়া
চিরকাল সাথে রেখ — এটাই চাওয়া।
বনানী সিনহা -কবি ও সাহিত্যিক, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র