তোমার মতো ভালবাসা
আরতো কেউ দেয়নি
আমার হাতের প্রেমের গোলাপ
আরতো কেউ নেয়নি।
তোমায় আমি দিয়েছিলাম
লাল গোলাপের ঘ্রাণ
সেই ঘ্রাণেতে জুড়িয়েছিলো
দুজনেরই প্রাণ।
আমরা দুজন ভালবাসায়
ছিলাম গভীর মগ্ন
শেষ যে কেন হলো প্রেম
অমন শুভ লগ্ন!
মোঃ হুমায়ুন কবির – কবি।