আমার খোপার কোনে ফুল
নাইবা দিলে গুঁজে
এলো চুলে যখন আমি
নিও একটু খুঁজে।
আমার কাজল টানা চোখে
না তাকালেও হবে
থাকব যখন ভেজা চোখে
ভালবেসে একটু মুছে দিবে।
আমার কপাল মাঝে তুমি
চাঁদটাকে নাই বানালে টিপ
মনের আধার ভাল নয়
জ্বালো যত দীপ।
আমার মুখের মিষ্টি হাসি
বলোনা ভাল লাগে
মলিন মুখের সময়
বেঁধে নিও অনুরাগে।
মাহফুজা শিরিন- কবি