এখন আমার মেঘলা আকাশ
একলা থাকার দিন,
এখন আমার নিজের কাছেই
নিজের অনেক ঋণ।
এখন আমার আকাশ জুড়ে
মেঘের আনাগোনা,
মেঘ আকাশে রোদের স্বপ্ন
বৃথাই শুধু বুনা।
এখন আমার আকাশ জুড়ে
ঝড়ের পূর্বাভাস,
বৃক্ষতলে হলুদপাতার
নীরব দীর্ঘশ্বাস।
এখন আমার চেনা আকাশ
শুধুই মেঘে ঢাকা,
এখন আমার সারাটা দিন
একলা একা থাকা।
তাবাসসুম ইফতিয়া সামিয়া – কবি, ভৈরব।