কারণে অকারণে যে অভিমান,
তার আড়ালেও সূর্য হাসে।
পরশে পরশ সোতো ক্ষণিকের পাওয়া।
দূরে থাকা যেমনটি ভুলে থাকা নয়,
ঠিক তেমনই মনের গোচর অগোচরে,
কতো কথা তব হয় বিনিময়
অদৃশ্য সুরের বীনা তাঁরে।
তবুও আজানা টানে পাথর গলে বৃষ্টিজলে,
আঁধার কাটে সে কোন মনের মোহটানে।
পিছু পিছু তাকায় যদি মনের ঘরে,
বসত গড়ি আলতো ছোঁয়ায় সুখের পানে।
তবে আমি একজনকে খুব ভালো চিনি,
তার আঁচলের ছায়া না মিললেও,
মায়ার টানে জড়ায় শুধু মায়াবতী।
অভিমানও করে ঠিকই
কিন্তু কোন অভিমানী সুরে নয়।
বেসুরো সেই অন্তর আমায় ডেকে সুধায়,
সেই মুখপুরীর অভিমানী গল্প।
অভিমানীর বড্ড অভিমান হয়েছে আজকাল।
হাসির আড়ালে যে মূক্ত লুকায় অভিশারে,
নয়নে নয়ন জলে একলা ঘরে।
কেউ যেন বুঝতে নারে একটা আঁচল,
গোপন ঘরের গোপন সুরে অশ্রুজলে।
তবেও না হয় ভালোবাসা থাকুক অটূট।
দিলীপ গমেজ-
কবি ও সাহিত্যিক