Take a fresh look at your lifestyle.

দূর্বা ঘাসের বিছানা

617

 

টুপটাপ শিশিরের ঝরে পড়া আবছা অস্পষ্টতা
ঘুমভাঙ্গা ভোরে চেয়ে থাকা একজোড়া চোখ !
কতদিন পায়ে ভেজাইনি সে শিশিরে,
দুহাতে স্পর্শ করিনি হিমশীতল পরশ।
কুয়াশার ঘোর কাটেনা, একটা মাতাল নেশা
কার কন্ঠ? কে ডাকে সোনা বৌ!
ভুল ছিলো নাতো? নেশার ঘোরে।
সারারাত জেগে থাকা দুটি চোখ জানালায়
উষ্ণতায় জড়ানো মহারানীর কল্পিত ভাবনা।
কল্পনায় ছুঁয়ে যাওয়া কতো শত প্রহরে
সেই অবয়ব, আমার আরাধ্য ভালোবাসা।
ঝলমলে সূর্যের আলোতে মিলিয়ে যাওয়া
শিশির বিন্দু, চেনা মুখটা আরো কাছে আসা।
মুহূর্তে জড়িয়ে নেওয়া আলিঙ্গনে,
পৌঁছে যাই ভালোবাসা গন্তব্যের কাছাকাছি।
সব দ্বিধা ভুলে প্রসারিত করি দুহাত
এক পলকেই সরিয়ে ফেলি বাধার নেকাব।
অলিক স্বপ্নের মতো আবার মিলিয়ে যায়
উদাত্ত দু বাহুর আলিঙ্গন সরিয়ে আমারা,
খুঁজে পাই আমাদের চলমান বতর্মান।
অপেক্ষায় থাকি,বিমূর্ত রাতের ওমের আদরে
ফিরে আসা নতুন ভোরের হিমশীতল পরশ।
শিরশির করে ওঠা শিশির ভেজা সকাল
দূর্বা ঘাসের বিছানায় কুয়াশায় ঝরে পড়া
বিন্দু  বিন্দু প্রকৃতির স্নেহ চুম্বনে তোমার প্রেম।

 

পারভীন আকতার পারু -সহ সম্পাদক,চেতনা বি ডি ডট কম।

 

Leave A Reply

Your email address will not be published.