.
এসেছে স্বপ্ন হিমেল হাওয়ায় তোমার দেওয়া নতুন ডাক
দুঃখি মানুষের অশ্রু ধোয়া
হৃদয় পুড়ে হয়েছে খাঁক।
চৈত্র আগুনে হৃদয়ে পোড়ে দুখ স্বপন
বিষে ছেয়ে গেছে বিশাল ধরা
সুখ নেই মনে কাজল বরণী
কেমনে করি গো এই তনু মনে সুখ বপন।
নতুন ঢাকের বাজনা শুনি মন সাজেনা এই ক্ষণে
যদি কখনো সময় আসে
তোমার মনও প্রেমে ভাসে
ডাক দিও তবে প্রতিক্ষা শেষ আসন বিছাবো এই মনে।
সেদিন আমি গায়ে জড়াবো পাতারঙা এক শাড়ি
ঘন কাজলে নয়ন সাজাবো
খোঁপাটি গড়ব শালুক তুলে
বাহারী পাতা লতা আর ফুলে শোভিত করব বাড়ি।
তুমি এলে পরে আবার আমরা নতুন পৃথিবী গড়ব
সুখে আর দুখে সকলের সাথে আমাদের তুলে ধরব।
মঞ্জিলা শরীফ – কবি ও ছড়াকার।