তুমি বুনো ওল হলে আমি তেঁতুল বাঘা
পারবে না চাইলে দিতে যত্রতত্র দাগা।
আমি যদি কুমড়ো হই তুমি তা হলে দা,
দা-কুমড়া সম্পর্কটি মোটেই ভালো না।
সাপে নেউলে যেমন, তেলে ও বেগুনে,
ভস্মে ঘি ঢালা আর পেট্রোল আগুনে।
মরার উপর খাড়া, কাটা ঘায়ে নুন,
গরমের মাঝে ঝাল, জোঁক মুখে চুন।
গোঁদের উপর ভারী সদা বিষ ফোঁড়া,
ধর্মের কথা অগ্রাহ্য করে ধর্ম চোরা ।
বাঘে ছুঁলে আঠারো ঘা,পুলিশ ছুঁলে কী!
ঢাক ঢাক গুরগুর সেটার মূলে কী ?
চোরে চোরে মাসতুতো ভাই হয় যারা,
আঁদায় কাঁচকলা দে দিও না কো নাড়া।
মোঃ নূরুল আলম- কবি ও সাহিত্যিক।