এইখানে এক নদী ছিলো
ছল্ ছলানো ঢেউ,
এখন কেবল মরুভূমি
নদ বলে না কেউ।
রাখাল ছেলে চরায় গরু
সেই না মরুর চরে,
ফুরাত তীরে পানি ছাড়াই
আজগরেরা মরে।
সীমার নাচে এজিদ হাসে
কাঁদেন হোসাইন,
বাংলাদেশী চাতক কাঁদে
একটু পানি দিন।
শতেক নদীর মুখে দাদা
তুলছো কেন বাঁধ?
নদী তোমার একার নাকি
একাই যে নাও স্বাদ?
ছি ছি দাদা! এই কি তোমার
প্রতিবেশির হক?
হাতির শুঁড়ে আঁকছো কেনো
পিঁপড়ে মারার ছক?
বিশাল দেহে তোমার মোটে
মনটা বড় নাই,
দাদা তোমার হিসাব দেখে
সবাই শরম পাই।
রফিকুল্লাহ কালবী- কবি।