তোমার জন্য শেষ বসন্তের
ফুল কুড়িয়ে রেখেছি I
বিদায়ী বসন্তের সুর ছেড়ে আজ
আগমনীর সুর ধরেছি I
অলসতার ঝুল ঝেড়ে আজ
চোখের জল মুুছেছি I
ভাঙা বুকটাকে নতুন করে
সাজিয়ে গুছিয়ে রেখেছি I
আশার হাত বাড়িয়ে আমি
দাড়িয়ে তোমার দুয়ারে I
তোমার রঙে রঙিয়ে নিজেকে
ভাসবো খুশির জোয়ারে I
বেদনার পলি জমে থাকা বুকে
ভালোবাসা দিও ছড়িয়ে I
জীবনটা সবুজ-শ্যামল হবে
খুশিটুকু বুকে জড়িয়ে I
ঝড়ের দাপটে ভেঙে দাও সব
হৃদয়ের দাম্ভিকতা I
অঝর ধারায় ধুয়ে দাও আজ
জীবনের মলিনতা I
পূর্ণতা নিয়ে প্রকাশিত হও
ছিড়ে দাও আবরণ I
এসো নব রূপে বৈশাখ তুমি
করছি তোমাকে বরণ I
টুম্পা পাল- কবি ও সংগঠক।
(ওপার বাংলা)