মনের যত সংকীর্ণতা জীর্ণতা
হিংসা-বিদ্বেষ সব করে দিয়ে দূর
একনিষ্ঠ ভাবে আদায় করলে নামায
আচার-ব্যবহার হয়ে যাবে সুমধুর।
জীবনের সর্বক্ষেত্রে নামাজ কায়েম করি
প্রতিপালকের শুধুমাত্র সন্তুষ্টির জন্য
প্রভুর সান্নিধ্য পেলে ইহকাল ও পরকালে
আমার এ জীবন হয়ে যাবে ধন্য।
নামাজের আরকান আহকাম এর হক
আদায় করলে নামাজ হয়ে যায় জীবন্ত
কবুল হয়ে যায় যোদি মোদের নামাজ
সমাজ সুখ-শান্তিতে হয়ে উঠবে প্রাণবন্ত।
নামাজে রাব্বুল আলামিনের সাথে
বান্দার সরাসরি হয়ে যায় দিদার
নামাজ যদি হয় একাগ্রচিত্তে শুদ্ধ সহি
কেটে যাবে জীবনের সকল আঁধার।
রাসুল সাঃ এর দেখানো মতে ও পথে
নিষ্ঠার সাথে নামাজ করি আদায়
সকল নগ্নতা বেহায়াপনা অশালীনতা
খারাপ কাজ জীবন থেকে নিবে বিদায়।
আতিকুর রহমান – কবি ও এডমিন চেতনায় সাহিত্য।