Take a fresh look at your lifestyle.

নারী- কেউ তোমার আপন নয়

193

 

হে নারী, তোমার কে আছে বলতো।
আছে কি তোমার আপন কেউ?
হ্যাঁ, আছে তো একজন। তোমায় সৃষ্টি
করেছেন যিনি।
যিনি দিয়েছেন জীবন। আলো, বাতাস, জল, খাবার
দিয়ে লালন করছেন তিনি।
হে নারী তিনিই তোমায় ভালোবাসেন।
অন্য কেউ নয়।
হে নারী উঠে দাঁড়াও, ঈমানকে কর
মজবুত।
নিজেকে কারো দাসী নয়, মানুষ মনে কর।
সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত।
দু মুঠো ভাত, দুটো পরনের বস্র আর মাথার
উপরে একটি ছাদের জন্য লাঞ্চিত হয়োনা, হয়োনা অপমানে জর্জরিত, হাত পেতোনা
কারো কাছে।
নিজের জীবনের তাগিদে নিজেই লড়াই করো।
উপার্জন করো নিজের জন্য।
অন্যের কাছে কোন আশা করোনা। কেউ তোমার
আপন নয়।
চেষ্টা করো। আপন যিনি, সাহায্যও
করবেন তিনি।
সর্বদা তাকেই ডাকো, তাকেই পাশে চাও,
কোন মানুষকে নয়।
নিজের হৃদয়ের ভালোবাসা বিলিয়ে
দাও অকৃপনে।
কারো কাছে হাত পেতোনা এতটুকু
ভালবাসার তরে।
কেউ নেই ভালবাসবে না তোমায়, ছলনা করবে
ঠকাবে তোমায়।
দিনে পাঁচ বার নামাজ পড়, সিজদা কর
তার পায়ে।
আপন তোমার যিনি।
তারই কাছ থেকে চেয়ে নাও যা তোমার
চাইবার আছে।
কখনো অন্য কারো কাছে হাত পেতোনা।
কেউ তোমার আপন নয়।

 

দিল আফরোজ রিমা- কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.