নারী তুমি জগৎ জন্মদাত্রী,
তুমিই তো সৃষ্টির সেরা।
তোমার জন্য সৃষ্টি হয়েছে সুন্দর,
তোমাতে অখিল মায়া ঘেরা।
তোমার সম্মান দিয়েছেন বিধি,
মিলে কুরআন-হাদিস বর্ণনায়।
তোমার রয়েছে সকল অবিরোধী,
যা চরাচর সকলে চায়।
গণেশ করেছিল ভ্রমণ ক্ষৌণী,
ঘুরে তোমারও চারপাশ।
তুমিই তো সেই প্রণয়িনী,
যে করেছিল মহিষাসুর বিনাশ।
তোমার জন্য পেয়েছি এই দেশ,
তুমি বীরাঙ্গনা রমা চৌধুরী।
তোমার গান হবে না শেষ,
যতই তোমার গুণকীর্তন করি।
সাহিত্যে বেগম রোকেয়ার দান
ইতিহাসে হয়ে আছেন অক্ষয়!
সুফিয়া কামাল রয়েছেন দীপ্যমান-
জ্ঞানের তপস্যায়!
নির্মল হৃদয় করেছেন গঠন,
তিনিও নারী মাদার তেরেসা।
প্রীতিলতার নাম করি স্মরণ,
নিয়ে মর্মদেশের ভালোবাসা।
তোমায় নিয়ে গর্বিত মোরা
বুকে করেছি ধারণ
ভূখণ্ডের আজ সর্বাংশে
তোমার বিচরণ।
এইচ এম গিয়াসউদ্দিন – কবিও সাহিত্যিক।