Take a fresh look at your lifestyle.

নিভৃত করে রাখি নিজেকে

41

 

মাঝে মাঝেই তুমি আমাকে আত্মসমর্পণ করতে বলো।

তোমার আহ্বানে ‘সোল্লাসে টের পাই’
তুমি আসলে এক গনগনে অগ্নিকুন্ডের মতো
অনির্বাণ জ্বলছ আর জ্বলছ ও পুড়ছ;
আমাকেও ডাকছ ঝাঁপ দিতে যখন তখন।

আমি যতবার বিরত থাকতে চেয়েছি,
ততবার তুমি আমাকে সম্মোহিত করতে চেয়েছ,
আর যতবার অগ্নিকুন্ডের মুখোমুখি হয়েছি
ততবার তুমি আমার ‘পান্ডুলিপি পুড়িয়ে ফেলেছ’,
যতই উত্যক্ত করেছ,উত্তপ্ত করেছ আমাকে,
অভিসন্ধির জাল কেটে ফিরে এসেছি
দ্বিধাহীন এই জীবনে আমার ।

এখনও এভাবেই তোমার অদ্ভুত আহ্বান
ও সম্মোহনের মুখোমুখি ‘প্রাণপণ আগলে রাখি’
আমি নিজেকে নিজের কাছে,
আর নিভৃত করে রাখি নিজেকে নিজের ভিতর
তোমার মধ্যে জ্বলে ওঠা অগ্নিকুন্ড না নেভা অবধি ।

প্রহ্লাদ ভৌমিক – কবি ও সাহিত্যিক।। 

 

Leave A Reply

Your email address will not be published.