তুমি যদি বিশাল সমুদ্র হও,
আমি তবে অহর্নিশি
ঢেউ হয়ে তো়মায় ছুঁয়ে দেবো,
আছড়ে পড়ে নিজেকে ভাঙ্গবো
আর গড়তেই থাকবো।
তুমি যদি নীল আকাশ হও,
আমি মেঘ হয়ে মুহূর্তে মুহূর্তে
তোমারই পাশে ঘুরে বেড়াবো,
প্রচণ্ড অভিমানে বৃষ্টি হয়ে ঝরবো
আর খুশি মনে উড়বো।
তুমি যদি আনন্দিত হও,
আমি সঙ্গিনী হবো তোমার
দুঃখকে দূরে ঠেলে হাসবো,
কষ্টে বুকে নিয়ে কাঁদবো
তবুও তোমায় সুখী করে যাবো।
তুমি যদি আমার প্রিয়তম হও,
প্রিয়া হয়ে কাছে আছি দেখো
প্রতিটি দিন প্রতিটি ক্ষণ,
হবে ভালোবাসার আলিঙ্গন
তাই তোমার জন্য এ নিমন্ত্রণ।
তানিয়া নিগার – কবি ও এডমিন চেতনায় সাহিত্য।