আমি অনুরাগে অভিমানী হতে চেয়েছিলাম!
কোন এক নির্ঘুম রাতে পাশাপাশি দুজন,
তাই মস্তিষ্কের নিউরণে ধারণ করেছিলাম
কিছু নিষিদ্ধ অনুভূতির প্রেক্ষাপট।
আমি ভালোবাসা হতে চেয়েছিলাম!
তোমার অপেক্ষায় থাকা পথের প্রান্তরে,
একটা নির্দিষ্ট মানচিত্র হতে চেয়েছিলাম।
আমি তৃষ্ণার্ত চাতক হতে চেয়েছিলাম!
একটা দুর্লভ উপস্থিতি হতে চেয়েছিলাম,
শুধু তোমার জীবন ক্যানভাসে।
আমি তীব্র বেদনায় নীল হতে চেয়েছিলাম
প্রতিটি শিরা উপশিরায় প্যাথেড্রিনের মতো মিশিয়ে দিয়েছিলাম তোমার উষ্ণ চুম্বন।
আমি দ্রোহের আক্ষেপে বোহেমিয়ান
হতে চেয়েও বারবার ফিরে এসেছি।
আমি নির্মমভাবে হেরে যেতে চেয়েছিলাম!
তাই টি এস সির ধোঁয়া ওড়া চায়ের কাপে চুমুকের ফাঁকে বারবার অনুভব করেছি
তোমার ভালোবাসার উষ্ণ পরশ।
আমি অতৃপ্তির ছাঁচে নিজেকে ঢেলে
লিখতে চেয়েছিলাম একটা ঐতিহাসিক কবিতা!
অতঃপর ভেবেছি এসব আসলেই
পাগলামির আস্ফালন।
এভাবে আর যাই হোক,
অন্তত ভালোবাসা হয়না।
ভালোবাসার এসব অনুরণনে
লিখতে লিখতে শেষ পযর্ন্ত , একটা
সুইসাইড নোটই হয়তো লেখা সম্ভব।
পারভীন আকতার পারু – কবি, সাহিত্যিক ও সংগঠক।