পিছলে খেয়ে
গিছলে যেন
আষাঢ় মাসের পথ,
ভাল্ লাগে না
তাল আসে না
কেমন ধাঁচের মত।
জোর করে কী
সোর করে কী
গানে মজা আসে,
মিথ্যে বলে
সত্যে গমন!
বাংলা খবিস কাশে।
কবির খাতা
ছবির ছাতা
সুপ্ত সুখের মন্ত্র,
রাখো তোমার
লাখো বিমার
বাতিল পঁচা তন্ত্র।
ওয়াজেদ বাঙালি – কবি ও কথা সাহিত্যিক।