হয়তো একদিন ফিরে গেছে ঝোড়ো হাওয়া
নিভে গেছে কুলুঙ্গির প্রদীপ
ও প্রদীপের দাউ দাউ আলোক শিখা ;
এই নিভে যাওয়া প্রদীপ শিখায় এখনও
সেই আলোর যা কিছু স্থাবর গচ্ছিত
পলকে পলকে আজও স্বপ্নমগ্ন দু’চোখ
আঁকতে চাইছে যেন সেই জীবনেরই পটচিত্র,
আঁকতে চাইছে মানচিত্র অনিবার্য পথেরও
যে পথে নিঃস্ব পথিকেরা ছড়িয়ে দিতে চাইছে
মাটির শেকড় থেকে উৎকর্ণ সময়ের সংলাপ…
হয়তো এভাবেই সব হারিয়ে যাওয়াগুলি
আর না পাওয়াগুলিই একদিন
সেই নতুন চেতনাবোধের পুনর্জন্ম দেবে,
আকাশ ও মাটির দশ দিগন্ত ছুঁয়ে দেবে
সেই চেতনার প্রহর ভাঙা অমিত পরাক্রম…।
প্রহ্লাদ ভৌমিক – কবি ও সাহিত্যিক।।