Take a fresh look at your lifestyle.

পরিত্যক্ত স্মৃতিময় বাড়ি

227

 

বুকের পাঁজরে চেপে থাকা কষ্টগুলো আজকাল বড্ড উজ্জ্বল হয়ে ওঠে,
রৌদ্যজ্জ্বল হাস্যময়ী দিনের মতো,
সব আঁধার কাটিয়ে উঁকি মারে হৃদয়ের জানালায়
ফেলে আসা নিঝুম স্মৃতি অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে কষ্টের শিশির হয়ে ঝরতে থাকে এই অবেলায়।
হৃদপিন্ডের ঘড়ি শ্বাস নেয় জোরে জোরে,
বুকের জমিনে দীর্ঘ হয় বিষাক্ত স্মৃতির শহর।
এক আকাশ শূন্যতা শরীরে শ্যাওলার বেনোজলের ঢেউ গড়িয়ে গড়িয়ে দুইচোখ ছাপিয়ে জল নামে,
চোখের বানের জলে ভেসে যায় সোনালী অতীত বাড়ির সামনের বড় খোলা জানালা,
দেয়ালগুলো চকচক করত,
অদ্ভুত মায়াবী বর্ণিল রংয়ে
অথচ সেখানেই আজ শেওলা পড়ে পরগাছার আবাস।

একটা সোনালী সময়ে আমিই ছিলেম জমিদার বাড়ির একমাত্র বৌমা,,
আদর যত্নে মোড়ানো ছিলো সোনার সংসার।
ঐ যে ওখানে ছিলো শ্বশুর মশাইয়ের আরামের কেদারাখানি,
দিনে চার,পাঁচবার গলা ছেড়ে হেঁকে ডাকতেন
বৌমা,ও বৌমা কড়া লিকার দিয়ে চা দাওতো বাপু এখনি।

বাড়ির সামনের উঠোনে ছোটন খেলতো আর সারা বাড়ি মাতিয়ে তুলতো!

দুর্নিবার সংঘাতে নিঃস্ব বিকেল ঘরে ফেরার প্রহর গুনতাম তার ঘরে ফেরার
কিন্তু নাহ!!সে আর কোনোদিন ও ফিরেনি,
শুনেছি নৌকাডুবিতে সে হারিয়েছে চিরতরে।

বিধিনিষেধের চরম বেড়াজালে
আমি খুলে রাখি হাতের বালা,নাকের ফুল,গলার শেকল
গাঢ় নীল রঙের গারদের শাড়ি।
সাদা থানে বকুলের সুবাস মেখে চন্দনে আরতি রাখি,
তোমাকে আজকাল খুব বেশি মনে পড়ে
মস্তিস্ক জুড়ে অস্থির আবেগের আবেদন।
মাঝে মধ্যে স্মৃতির স্খলন ঘটে, তুমি জুড়ে বসো
পুরো মন জানালায়।

অতীত কিছু স্মৃতি,
কিছু বিষ্ময়,
কিছু স্বপ্ন,
কিছু নীল কষ্ট
সব হারানোর তীব্র যন্ত্রণা অসময়ে বড্ড অসহিষ্ণু, হিংস্র এবং নির্জীব,নির্বাক হয়।
আমি নির্বাক হয়ে চেয়ে থাকি
পরিত্যক্ত এই বাড়িটির দিকে
আমি প্রতীক্ষায় থেকেছি, অপেক্ষার ব্যাকুল ভাঙচুর,
এর প্রতিটি দেয়াল জুড়ে আমার এক একটা গল্প
ভীষণ ঝড়ের বসন্ত তান্ডব আহা!
কী চমৎকার
বিলাসী অনুভবের বিশ্বাসঘাতকতা।
আমি ধীরে ধীরে বিস্মৃতির অতলে ডুবতে থাকি,আমার অস্তিত্বের স্পর্শ শুধু তোমায় ফিরে পেতে যায়
হে পরিত্যক্ত বাড়ির ইট সুরকি শুনতে কি পাও তুমি!
তোমাকে ছুঁয়ে দিতে চায়,খুঁজে ফিরে
শেওলা ধরা দেয়ালে যত্নের ছাপ
তোমাতেই আমার মোহন সমর্পণ হে আদি নিবাস,তোমাতেই আমার সব সুখ স্বপ্নের কারাবাস।

 

 

তাওয়াব নূর – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.