ঝিলের বুকে পদ্মহাসি
বুকের ঝিলে তোমার
কাব্য খাতায় আঁচড় কাটি
নইতো কবি হোমার
হৃদয় সুতোয় স্বপ্নবুনি
নকশীকাঁথার মতো
সবুজ মাঠে হালকা হাওয়া
দুলছে অবিরত
স্বপ্ন বুনি ফুলের সাথে
স্বপ্নবুনি গানে
নৌকো মাঝির টানে
বুকের উমে স্বপ্নবুনি
তোমার নয়ন তারায়
প্রেম যমুনার ধারায়
হাজার পাখি গান গেয়ে যায়
হাজার ফুলও হাসে
তোমায় ভালোবাসে
পাপড়ি ঝরা ঘাটে
নিত্য তুমি পবিত্র হও
সুখ-পরশে ঘুমিয়ে পড়ো
আমার হৃদয় পাটে।
ডঃ মাহফুজুর রহমান আকদ-কবি, লেখক,সাহিত্যিকও গবেষক