তুমি বললে চাঁদটা আজ ভীষণ সুন্দর !
অজানা অভিলাষে ছুটে গেলাম ব্যালকনিতে।
অপলক চোখে ঠাঁয় দাঁড়িয়ে দেখছিলাম
উপলব্ধিতে শুধুমাত্র ভীষণ মুগ্ধতা।
আচমকা চাঁদটা লুকিয়ে গেলো
নিকষ কালো মেঘের আড়ালে।
বিষন্ন এক চাপা কষ্টে মনে হলো
তুমি আঁধারে হাটছো নাতো?
তোমার দীর্ঘশ্বাস যে আমার চিরচেনা
তবে কি খন্ডিত চাঁদ দেখেছো তুমি।
না সেতো লাবন্যময়ী ঝলমলে পূর্ণিমার চাঁদ !
আমাদের রাতের গল্প।
একাকী মনে সহস্র প্রশ্ন, ঐ চাঁদকে সাক্ষী রেখে
কবিতা পৌঁছে দিলো সবটুকু মায়া তার।
এভাবেই পূর্ণিমা দেখাবে তো?
হারিয়ে যাবে নাতো ঐ কালো ছায়ায় কখনো।
চলোনা আজ শুধু গল্প বুনি পাশাপাশি বসে
ভোরের আলোয় না হয় নতুন উপাখ্যান হবে।
সহস্র ব্যস্ত সময় যাবে বহুদিন পার হবে
তুমি আমি পূর্ণিমা হবো শতাব্দী ধরে।
আমাদের ভালোবাসার ঘর পূর্ণ হবে
পূর্ণিমার আলোয়, কৃত্রিম আলোয় না।
শুক্লাদ্বাদশী দেখবো শুধুই আমরা
প্রথম মানব মানবীর মতো অবাক নয়নে।
পারভীন আকতার পারু- সহ সম্পাদক, চেতনা বিডি ডটকম।