বিদীর্ণ পাজরে পুষে ছিলাম ময়না পাখিটিকে,
হৃদয়ের উষ্ণতায় লালন করলেও পোষ কি পাখি মানে?
থাকতো কাছে ডাকতো আমায় মিষ্টি মধুর ডাকে।
ঘুম আমার ভাঙ্গাতো রোজ সূর্য্য উদয় হলে,
একদিন সে হারিয়ে গেলো গভীর অরণ্যতে,
আছে যেথায় সবুজে ঘেরা স্বাধীনতার সুখ।
যেথায় ফোঁটে বাহারি ফুল সঙ্গি ধরে গান,
সুপ্ত মনে ছিল যে তার সেথায় ফেরার টান।
আমি শুধু বেঁধে ছিলাম গৌরিক রজ্জু দিয়ে স্বাধীনতা মুছে দিয়ে করতে আপন তারে।
ধ্যানে যত ছিল মম আমার ময়না নিয়ে, ময়না কভু ভেবেছে কি থাকবে আমার কাছে?
তাই যদি হয় তবে কেন ছেড়ে গেছে স্বর্গবাসের লোভে,
হয়না তৃপ্ত মোদিনীতে চাওয়া পাওয়ার হিসাব।
স্বাধীনতার সুখের চেয়ে বড় সুখ কি আছে?
থাকিসরে তুই তোরই মতন নিজের সঙ্গি নিয়ে,
ভুলে যাবি করবি যে ত্যাগ ছিল না মোর মনে।
নাকিবা মৌরী- কবি ও সংগঠক।