Take a fresh look at your lifestyle.

প্রতিটি মৃত্যু

42

 

 

প্রতিদিন প্রতিক্ষণ পাশের মানুষটির মৃত্যু

ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু চমকে দিয়ে যায়

নাড়া দিয়ে যায় অনুভূতিকে।

 

মরা নদীর পানি শুকে

শুকনোয় পড়ে কচুরিপানার মৃত্যু

দরজার পাল্লার চাপায় পড়ে টিকটিকির মৃত্যু

বন জঙ্গলে পোকামাকড় কীটপতঙ্গের মৃত্যু।

 

অসুরের পাশবিক অত্যাচারে নারীর মৃত্যু

গুম খুন নির্যাতনের কবলে পড়ে পুরুষের মৃত্যু

যুদ্ধবিগ্রহ চাপিয়ে দেওয়ার ফলে

দুর্ভিক্ষে মানুষ মনুষত্ব ও মানবতার মৃত্যু

প্রতিবেশীর বিবেকহীন আক্রোশে নদীর পেটে বালি জমে

প্লবতা আর নাব্যতার মৃত্যু।

 

কারখানা উৎপাদিত বিষাক্ত গ্যাসে গ্রীন হাউজ ইফেক্ট

বৈশ্বিকতার মৃত্যু

জল স্থলে অসাস্থ্যকর অস্থিরতার কারণে

বাস যোগ্যতার মৃত্যু

দম্ভ অহংকার খোদাদ্রোহী ফেরাউন নমরুদের মৃত্যু

জাদুঘরে তার শুটকির মমি

কালের বিবর্তনে ঘটে যাওয়া প্রতিটি মৃত্যু

প্রতিদিন প্রতিক্ষণ সকল মানুষকে দারুণ ভাবায়

মানুষকে দিয়ে যায় শিক্ষণীয় অনেক অধ্যায়।

সরদার মুক্তার আলী – কবি ও সাহিত্যিক।। 

 

Leave A Reply

Your email address will not be published.