জীবনের বাকী সময় কতটুকু, জানি কী সবটা?
সন্মুখে দিনলিপিতে লেখা নাই হিসেবের বাকীটা
তবু সাজাই জীবন মুঠো মুঠো স্বপ্ন এঁকে মনে
জানিনে অশুভ কোনো কালো হাত আছে কিনা ছুঁয়ে!
পৃথিবী বিষাদে ছিল , অন্ধকারে ডুবে ছিল দিন
কে দেবে মুক্তির শ্বাস! কার কাছে চাইবো পানাহ্?
একজনই আছেন মুক্তিদাতা, বিপদের বন্ধু
করুনাময়ের স্রষ্টা , হাত তুলি তাঁহার কাছেই —-
বারে বারে নতজানু হই প্রভু, আরশে তোমার
মুক্তি দাও অসুখের কালো থাবা থেকে, বেঁচে যাই—
আবার দাঁড়াই এসে জীবনের সবুজ প্রান্তরে
আনন্দের ঝলমল আলো ছুঁয়ে যাক ঘরে ঘরে।
হাছিনা মমতাজ ডলি- কবি ও সাহিত্যিক।