বিকট চিৎকারে ভূমিষ্ঠ হলো একটা শিশু
হাতে তার একটা নির্মম ফিরতি খাম
যেখানে সিলগালা লাগানো
খুলে পড়তে পারেনি দিনক্ষণ।
তবে ফিরতে হবে তা নিশ্চিত
তা বুঝতে পারেনি আশপাশের সাধারণে।
ভেবেছে শিশুটি বুঝি কষ্ট পেয়েছে।
স্নেহ বাৎসল্যে মায়ের তপ্ত হৃদয়
মৌসুমির ফুল ফসলের প্রাবল্য
স্বভাবগতভাবে চর্চা হয়
স্রষ্টার দেয়া নিয়ামতের।
হাটি হাটি পা পা বেড়ে ওঠে শিশু
শৈশব কৈশোর বালক যুবক।
জীবনের নানান পর্যায়ে
প্রতিযোগিতা চলে
অর্থবিত্ত যশ খ্যাতি
প্রভাব-প্রতিপত্তি অর্জনে।
কখনো স্রষ্টার ধ্যান-জ্ঞান
অথবা অকৃতজ্ঞ নাফরমান
ভুলে যায় সেই নির্মম ফিরতি খামের কথা।
সংসার ধর্ম অথবা রাজ্য বিস্তার
আনুগত্যে অথবা গোয়ার্তুমিতে।
হঠাৎ একদিন খুলে যায় খামের সিলগালা।
মৃত্যুদূত এসে কড়া নাড়ে দরজায়
ফিরে যেতে হবে প্রতিশ্রুতি মত
এক সেকেন্ডের ও বিলম্ব করার সুযোগ নেই।
হিসাব দিতে হবে প্রতিটি মুহূর্তের
অনন্ত জীবন যার শুরু আছে শেষ নেই।
আর তো হাতে নেই কোন ফিরতি খাম ।
এবার শুধু উপভোগ অথবা যন্ত্রনা
অনন্ত জীবন স্রষ্টার প্রতিশ্রুতি মত।
সরদার মুক্তার আলী – কবি, মডারেটর চেতনায় সাহিত্য।