যদি পারি ফিরে যাবো
আমার ছোট্ট বেলাতে,
যদি পারি ফিরে যাবো
কানামাছি খেলাতে!
যদি পারি ফিরে যাবো
লালদিঘির ঐ মেলাতে,
যদি পারি ফিরে যাবো
লালদিঘির ঐ খেলাতে!
যদি পারি ফিরে যাবো
রঙিন ঘুরি উড়াতে,
যদি পারি ফিরে যাবো
পাড়ায় লাঠিম ঘুরাতে।
যদি পারি ফিরে যাবো
মিলেমিশে ধরতে মাছ,
যদি পারি ফিরে যাবো
চাষি হয়ে করতে চাষ!
যদি পারি ফিরে যাবো
ঘুরতে চাঁদের আলোতে,
যদি পারি ফিরে যাবো
খেলতে মাঠের বালুতে!
যদি পারি ফিরে যাবো
ছোট্ট বেলার স্কুলে,
যদি পারি ফিরে যাবো
হাসতে আবার প্রাণ খুলে!
মোহাম্মদ মনিরুল ইসলাম – কবি