Take a fresh look at your lifestyle.

ফুলের আলো

396

#ফুলের_আলো
________________

থাকবো না তোর সাথে আর
আড়ি করে উড়িয়ে দিলাম স্মৃতি,
তবু কেন তুই থাকিস আমার পানে |

নদীর পারে শ্যাওলা আজ সে
তোর প্রেম বিরহে শুকনো দুর্গন্ধ
বর্জিত ময়লা, তবু সেই শ্যাওলা
স্বপ্ন দেখে এই শুষ্ক নদীতে আসবে
ভালোবাসার পানি |

আচ্ছা তুই আজকাল
ফিনিক্সের গল্প বইয়ে
আমাদের প্রেমের স্বচ্ছ ছবি দেখিস|

তোর যত রাগ কী আমার মনের সাথে
না আমার সাথে?
জানিস খুব ইচ্ছে করে
তোর সাথে এই নদীর পারে
হাতে হাত রেখে ঘুরি,
ইচ্ছা করে হাওয়ার দুষ্টু গতিতে
তোর ওই ভেজা চুলের
এলোমেলো খেলা দেখতে,
ওই দুটি নয়নের সম্মুখে চুলের ঢেউয়ে
রাগী মুখশ্রী শত সমুদ্রে জোয়ারে ভরা সুনামি|
খুব ইচ্ছা করে নদীর পারে একত্রে বসে
ইটের ছড়াছড়িতে মন চুরি করে আসি|

আচ্ছা তুই আজকাল আমার নিথর দেহের কায়া বেল,জুঁই,রজনীগন্ধা দিতে যাস, না সময়ের সায়রে আমার স্মৃতি চিলেকোঠার বদ্ধ ঘরে বন্ধি |

তোর সেই শেষ দেখাতেই চোখের পানি দেখে মনের ইচ্ছা গুলো রেখে দিয়ে এসেছি আমি ওই ফুলের সুগন্ধে,খুঁজে পাস কী ওই সুগন্ধ গুলি?

আচ্ছা তুই কি আর স্বপ্নের বুনন করিস,
না একলা মনে এঁকে যাস তোর সব দুষ্ট মিষ্টি কবিতা? না এখন তুই কারোর ঘরের রানী? ইচ্ছা ছিল তোরে আমি আমার ঘরের রানী করবার কিন্ত সময়ের খেলাতে আজ সব উলট-পালট|

কথায় কথায় তোকে আর কেউ রাগ করাবেনা, কথায় কথায় তোর কাছে কেউ বায়না করবেনা, তোকে কেউ বৃষ্টি জলে ভিজিয়ে অপেক্ষা করাবেনা,শেষের কবিতা সত্যি হলো আজ,তোর তুমি আজ সত্যিই তোর স্মৃতির চাহনির বাইরে, আজ আসি, তবে আসবো আরেকদিন তোর সাথে ঘর বাঁধতে |

#

রাজদীপমজুমদার-লেখক, কবি ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.