ভাবছি কাঁদবো না আর ,কেন কাঁদবো?
ওরা তো ভাবেনি আমাদের কথা,
এতো কেঁদেছি! হৃদয় ভেঙে চুরমার,
পৃথিবীটা মনে হয় শূন্য,
খাদের কিনারে একাকী দাঁড়িয়ে
মনে হয় যে কোন মুহূর্তে….
হঠাৎ দুপাশে দুটি ছায়া;
অক্টোপাসের মতো জড়িয়ে,
মহামূল্যবান দুটি খনি!!!
কী করে ভুলেছিলাম তোদের?
হতাশার কিনারে দাঁড়িয়ে আমি,
ওরা ডাকে এসো,আমরা আছি,
দূর আকাশে হাজার নক্ষত্রের দিকে তাকাই,
খুঁজে ফিরি তাদের,
ওরা বলে এদিক তাকাও, ফিরে এসো
এই মোহনায়,
যারা গেছে যেতে দাও ওদের,
ভালোবাসি আমরা ও, ভালোবাসি তোমায়।
চুপি চুপি ফিসফিস শব্দে কেউ বলে,
ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও,
এখনো হয়নি সময় ওপারে যাওয়ার,
এখনো সময় হয়নি পায়ের বেড়ি খুলবার।
মৃত্যুর অতল গহ্বরের অন্ধকারকে,
দুপায়ে ঠেলে ফিরে আসি জীবনের টানে,
যাবো সময় হলেই, যাবো তো বটেই…
যেতে হবেই…..।
শামীমা নাসরীন – কবি ও সাহিত্যিক।