স্বপ্নে দেখি
অজ পাড়াগাঁয়ে
বইয়ের ফেরিআলা
বই নিবেন
ভালো বই
সপ্তমী স্বরে গলা।
পথে চেঁচিয়া
বই বেঁচিয়া
আমার সংসার চলে
পড়ুয়া বাঙালি
কেমন করিয়া
থাকিবে পায়ের তলে।
নিলুম বালা
আলু তরকারি
অনেক করেছি ফেরি
বই কিনিয়া
জ্ঞানী হও বাবা
অনেক হয়েছে দেরি।
জুতা, চটি
শীতের জামা
কেমনে করিবে ভদ্র
বড় স্বপ্নের
এনেছি সওদা
জীবনের মূলমন্ত্র।
বই আছে
ভালো বই
মানুষ গড়ার পণ্য
বই কিনিয়া
বই পড়িয়া
হও বাঙালি অনন্য।
বইয়ে মুক্তি
স্বাধীনতার সুখ
ঘরে ঘরে বই কেনো
হারানো রত্ন
করিব যত্ন
মগজে চেতনা বোনো।
ওয়াজেদ বাওালি – কবি।