Take a fresh look at your lifestyle.

বঙ্গজননী

354

.

বঙ্গমাতা জননী তুমি
তোমারে স্মরি আজ,
তুমি যে ঈশ্বরের দূত
নেই অহমিকার ভাঁজ।

তোমার মাঝে দেখি
সদাচার বিরাজিত,
তাই বুঝি কভু তুমি
নও তো পরাজিত।

সাহস বিস্তৃত বক্ষপটে
জ্বলে স্বাধীনতার সূর্য,
চোখের তারায় আগুন
হৃদয়ে তোমার রণতুর্য।

তোমারি সরলতা সম
মেঘনা-পদ্মা বয়ে যায়,
তোমারি কোলের মাঝে
আর্তপীড়িত শোভা পায়।

তোমারি হৃদয় আজিকে
কেঁদে ওঠে সবাকার তরে,
তুমি আজ বিরাজিত তাই
সকল হৃদয়ের দ্বারে দ্বারে।

বঙ্গবন্ধুর আদর্শ মেনে
তুমি বাজাও সুরধুনী,
তোমারি হৃদয়ে বিরাজিত
তাই মণি-মাণিক্যের খনি।

সুদীপ ধাড়া – কবি,লেখক ও সাহিত্যিক

Leave A Reply

Your email address will not be published.