Take a fresh look at your lifestyle.

বঙ্গবন্ধু ও স্বাধীনতা

370

 

স্বাধীনতার পঞ্চাশ বছর
তবুও বাংলার আকাশে উজ্জ্বল নক্ষত্র তুমি,
তোমায় ভুলিনি বাংলার যুবক, তরুণ, খেটে খাওয়া মানুষ,
ভুলিনি বাংলার আপামর জনতা,
তুমিতো সবার হৃদয়ে অমর গাথা
হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আজও কোকিলের কুহুতানে,
বাংলার কিষাণ কোণে,
তোমারই নামে ভেসে আসে সুমধুর সুর।
বাংলার মেঠ পথ থেকে রেসকোর্স ময়দানে
আজও তোমার সেই বলিষ্ঠ কন্ঠস্বর ভেসে আসে
“রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব,তবুও এদেশের মানুষকে মুক্ত করব ইনশাআল্লাহ”।
তোমার তর্জনীর হুংকার আজও শত্রুদের বুক ভেদ করে,
নাস্তানাবুদ করে দেয় সমস্ত অপশক্তিকে।
তোমার জন্ম না হলে বাংলা আজও পরাধীনতায় বন্দী থাকতো,
বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদিত হতোনা।
তুমি বাংলা থেকে বিশ্ব একজন বীর,
একজন সফল স্বপ্নদ্রষ্টা,
স্বাধীনতার পঞ্চাশ বছরের দীর্ঘ পথচলায়
বাংলাদেশ আজ পৃথিবীর বুকে সমুজ্জ্বল,
তুমি বাংলার প্রতি হৃদয়ে ভাস্বর একটি নাম,
একটি স্বপ্ন, একটি মানচিত্রের রুপকার,
তুমি ছিলে, আছো এবং থাকবে অমলিন,
তুমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
অমর যোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

হোসাইন মেরাজ- কবি,লেখক,সাহিত্যিক ও সংগঠক

Leave A Reply

Your email address will not be published.