বন্দী পাখির ডানার পালক খসে গেছে,
ভুলে গেছে ওড়া,
মেনে নিয়েছে গৃহপালিত পাখি সে;
অধিকার হারিয়েছে স্বাধীন ঠোঁটে খুঁটে খাওয়ার।
পোড়া ইটের সামিয়ানা মাথার উপর
আকাশ দেখা হয়না তার।
সবুজ ঘাসে ঘাসফড়িং
প্রজাপতি ফুলে ফুলে
ধুসর ক্যানভাসে আঁকা!
ভুলেই গেছে সব
জানে না কবে আবার হবে দেখা।
পাখিটা ডিম পাড়ে
ডিমে তাপ দেয়
মিষ্টি ছানায় খাঁচা ভরে
ছানাদের ভালোবাসায়
খাঁচার মায়া হয়।
ছানাদের ডানায় প্রাণ জাগে
ছানার মুক্ত আকাশে ওড়ে
ছানাদের ঘাসফড়িং সময়
ছানারা রঙিন প্রজাপতি হয়
ছানারা ডালে ডালে নাচে
পাখিটা স্বাধীনতার সুখ পায়।
ছানারা একদিন;
অন্য খাঁচায় বন্দী হয়।
পাখিটার ভাঙা ডানার কথা মনে পড়ে ;
পাখিটা বড্ড ক্লান্ত,
পাখিটা ভীষণ একা।
এমদাদুল হক হীমু – কবি ও সাহিত্যিক