কবিতা /12/১০/২০২০
রাত; 1
যদি বন্ধু হতে চাও তবে ভেবে নাও
হতে পারো কি সেই সমান্তরাল মনটির সুজন
যার কেবল সামনে চলার প্রত্যাশা কিংবা
পেছন থেকে অনুসরণের নেই কোন অভিপ্রায়।
বন্ধু হয় সেই জন যার মনে নেই অশুভ চিন্তা
যে ভাবেনা কোন স্বার্থ, না ভাবে কোন অমঙ্গল
সেতো শুধু বাঁধতে জানে বন্ধুত্বের নিস্পাপ বন্ধন।
বন্ধু যদি হবে তবে আস হাতটি ধরে
নিয়ে চলো কোন এক শান্তির দীপে
যেথায় মোরা দু’জন পাশাপাশি হাঁটতে গেলে
থাকবে না কোন অশ্লীল ইঙ্গিত কিংবা
নোংরা ঠোঁটে বিকৃত করে বাজানো কোন শীষ।
আমাকে যদি বন্ধু করো তীক্ষ দৃষ্টিতে দেখবে
আমার হৃদয়টায় কষ্টি পাথরে লিখা আছে
শুধু একটিই শব্দ যার অস্থিত্বে রাখিনি আর কাউকে
ভেবোনা কভূ এখানে লিখতে পারি অন্য কিছু
কেবলই লিখেছি একটি কথা, যা মসৃণ আর হিতৈষী
যে বাণী মুখ আর বুক এক সাথে বলে উঠে,
সেতো আর কিছু নয় সে শুধু বন্ধু কেবলই বন্ধুজন।
পারবে কি সেই বন্ধু হতে? যে শুধু সময়েই নয়
থাকতে পারে বন্ধুটির সাথে দুঃখ কিবা সুখে প্রতিক্ষণ
যার মনে থাকবেনা কোন স্বর্থান্বেষী রেষের আনাগোনা।
বন্ধু মাত্রই সে’জন, যে আমাকে আমার মতোই রাখবে
বাঁধবে না বন্ধুর হাতে সে অন্য কোন সুশৃঙ্খলের বন্ধন
যে পারে শুধু সামনে চলার অহংবোধকে এড়িয়ে চলতে
রাখতে পারে বন্ধুর পাশাপাশি চলার সুন্দর একটি
পবিত্র মন।
রওশন চৌধুরী – কবি, সাহিত্যিকও এডমিন চেতনায় সাহিত্য।