Take a fresh look at your lifestyle.

বন্ধু

988

সেদিন প্রথম গিয়েছিলাম ক্লাসে,,,
তুমি বসেছিলে আমার পাশে।
চারদিকে তাকিয়ে দেখি সবই অচেনা,,,
একটি মুখ হঠাৎ লাগলো চেনা।
একটি ছেলে যাকে মনে হলো ভালো,,,
একদিনেই সে আমার বন্ধু হয়ে গেলো।
বন্ধু আমার খুব ভালো সুন্দর তার মন,,,,
সারাজীবন পাশে থেকে চলার আপনজন।
তার সাথেই পড়ি আমি তার সাথেই খেলা,,,
দেখা হলেই তার সাথেই মনের কথা বলা।
তার বিপদে সবসময় থাকব আমি পাশে,,
তাতে যদি জীবনে বিপর্যয় ও আসে।
সুখে দুঃখে একসাথে থাকব এই দু’জন,,
বন্ধু তুমি অনেক প্রিয় তুমি আপন।।

 

আনভি- কবি

Leave A Reply

Your email address will not be published.