পান্তা ভাতের সাথে দেবো কাঁচা লংকা
নতুন বছর এলো বাজে ঢাক ডঙ্কা।
ইলিশ পান্তা দিয়ে শুরু হোক দিনটা
আমাকে দিও বাপু গোটাদুই তিনটা।
দিনভর নাচো আর গাও গান ছন্দে
ভালোবাসা ভরে থাক নতুনের গন্ধে।
রং মেখে সঙ সেজে হও অদ্ভূতুরে
মাটির প্লেটে খাও ভাতিজা ও পুতুরে।
পুরোনো গ্লানিগুলি মুছে যাক যাক না
নতুনের আহ্বানে নেই কোন ঢাকনা।
বছর আসুক নিয়ে ঘরে ঘরে শান্তি
আলগোছে দূর হোক যত ভুল-ভ্রান্তি।
যে মানুষ পান্তা খেয়ে ফুর্তিতে হাসে রে
সকলের কল্যাণে পাবে তাকে পাশে রে।
রফিকুল্লাহ্ কালবী- কবি ও সাহিত্যিক।