Take a fresh look at your lifestyle.

বসন্ত পদাবলী

1,066

এসো এই ফাগুনে আমরা
নতুন এক প্রেমের বিধান গড়ি।
হৃদয়ে হৃদয় মিশিয়ে বলি প্রণয় কথা!
তোমার হাসির কাছে হার মেনেছে,
পলাশের সব রঙ।
কোকিলের কামার্ত আহবানের মতো,
কি এক নগ্ন জিজ্ঞাসা?
তোমার ঐ ঠোঁটের কোণে।
আমার কুসুমিত কুঁড়িরা,
তোমার প্রেমের তালাশে ছড়িয়ে পড়েছে।
পুস্পের আঞ্জুমানে শাখায় শাখায়
বর্ণিল বসন্ত আনন্দী আশ্লেষে মেতেছে।
বসন্ত বাতাসে ডুব দেই চলো,
নীল জ্যোৎস্নার নহবতে।
বিরহী মন আজ খুঁজে পাক আকন্ঠ প্রেম
নদীর তরঙ্গ পায় যেমন সাগরের সন্ধান।
কবিতার ঋণে চলো আটকে যাই দুজন
ঝেড়ে ফেলি যন্ত্রণার ব্যাথা রাশি।
ভালোবাসার নতুন পদাবলী,
রচিত হোক এই বসন্তে আমাদের।।

 

পারভীন আকতার – কবি ও শিল্পী।   

Leave A Reply

Your email address will not be published.