Take a fresh look at your lifestyle.

বহু বছর পর

438

 

বহু বছর পর
স্মৃতি গুলো নাড়া পড়লো।

এ এক আশ্চর্য ইতিহাস!
যেন সহস্র বার জীবনের প্রাচীর টপকে ইতিহাসের পাতা উল্টে টেনে আনি
আপনার প্রতিচ্ছবি
আপনার কথা
আপনার সব
সমূদ্রের তীর ঘেঁসে ঢেউ গুলো কে হাতে ছুঁয়ে উথলে দেয়া
আপনার বক্ষযুগে আমার নাম লিখে লুকিয়ে রাখা—-ইত্যাদি ইত্যাদি

একটি নীল খামে আমার নামে নিঃশ্বাস ছুঁয়ে দেয়া একটি চিঠি;

আপনি যেন প্রগলভ এক মানুষ!
একদিন ভুল টিকিটে ট্রেনে উঠে কোথায় চলে গিয়েছিলেন
মর্মভেদী সে ব্যথা!
ভুলো মনে বিশাল শূন্যতা চেপে ___আমাকে চিঠি লিখে জানিয়ে দিলেন
সীমাচিহ্ন কিছু বাক্য প্রলাপ!
আমার অবার্চীণ মনে গেঁথে আছে নামহীন বস্তু হয়ে
আপনাকে ভালো লাগার পর্ব হয়ে
অসংখ্য বার আমি তুলেছি রুমালে সে ভালোবাসা!

সেই ভালোবাসা এখন দুরাশার ঝড়ে বিলীন;

অনেক না বলা, অনেক না জানার কথার জ্বালা!
সমুদ্রস্রোত দু’হাতে তুলে নিয়ে মেপেছি—
নিঃস্ব হওয়া মনের ব্যাকরণ

_____একদিন কী ভেবে সবার অলক্ষ্যে আপনার বসার ঘরে মুষ্ঠিবব্ধ করে আমার হাতটি ধরেছিলেন চেপে

স্মৃতির ভুল গুলো আজ সব ভুলেই আছে!
ক্রমাগত গোপন চোরকাঁটা এখনও হৃদয়ে বিঁধে আছে।।

বহু বছর পর এসেও হাতড়িয়ে খুঁজি আপনার আদল
আপনার অবয়ব
আপনার হৃদয়!
এ যেন আর এক বিশাল শূন্যতা….!!
——প্রিয় সেই কন্ঠস্বর শোনার ভীষণ আক্ষেপ;
আমার মৃত্যুর বার্তা ছড়িয়ে গেছে…..
উন্মত্ত কল্লোলে
আমি এখন নোনা বালির ধার ধরে ফিরে যাই বাঁধ ভাঙা জ্যোৎস্নার জলে
আমার সঙ্গী বলতে আপনাকে ভাবা
উর্ণনাভ এ আটকে অরণ্যে আমি আজ একা!
বহুবার…………..এই পৃথিবীতে আমি
আপনাকে খুঁজেছি!!

 

মিতা – কবি ও সাহিত্যিক।

Leave A Reply

Your email address will not be published.