ভয়ে কম্পমান অবশিষ্ট মানবতা আজ;
চারদিকে শুধুই হিংসা,
স্বার্থের নগ্ন লড়াই,
মনের অন্তরালে অবিশ্বাসের পোক্ত বাসা
বিবর্ণ সবুজ মৃত্যুর দিন গোনে!
শিকড়ের ক্রন্দনে উল্লাসে মাতে ভাঙা দেয়ালের শ্যাওলা,
আসবেনা আর পরিবর্তন সহজে;
বাতাসে ওড়ে অগুন্তি মিথ্যার ভাইরাস,
পালাবার পথ চাপা পড়ে গেছে সময়ের ধসে,
আক্রান্ত হতে চলেছি দ্রুতই
তুমি,আমি….
আমরা সবাই।
পিন্টু কুন্ডু – কবি