ভুল ভাবছো….
আমি স্বেচ্ছাচারি নই খুঁতখুঁতে।
কাঁচা, বেহিসেবি, বেখেয়াল—আর সবে তে,
এইখানে শুধু হতে চাই নিখুঁত, হিসেবি, ধীরস্থির।
আমিও দেখতে চাই,
ক’টা কোজাগরী রাত
মৌণতায় কাটাতে পারো নির্ঘুম!
ক’টা বর্ষামঙ্গল রচিত হয় তোমার অশ্রুজলে?
স্রোতের বিপরীতে শির উঁচু করতে দেখেছি—
ঐটুকুই তোমাকে দেখা।
বাকি সব মনগড়া খেলাঘর,
গল্পের ছকে আঁকা কল্পনা।
সাহস দেখেছি, স্বপ্ন দেখতে চাই এবার;
নির্মেঘ বুকের ভেতর লালন করা।
ফণা তোলা দৃষ্টির ছোবলে হৃদ যমুনায় ঢেউ জাগিয়ে,
ঝরা শিউলির মৌতাত উপহার দিয়ে,
মিলিয়ে গেলাম তরুন কিরণে।
হারিয়ে গেলাম স্বেচ্ছায় জনারণ্যে।
…. খুঁজে নাও,
যদি সত্য হয় ভালোবাসার দাবি!
কুলসুম আক্তার সুমী- কবি ও সাহিত্যিক।