বিকেলটা হয় রং ছড়ানো
হাটলে সবুজ মাঠে,
মনের মেঘে জমায় কালো
আমার তখন পাঠে।
বিকেলটা হয় নিকেল করা
হাসলে ফোটা ফুল,
ফুলের সাথে মনটা হাসে-
হেসেই হুলস্থুল।
বিকেলটা হয় লালবিকেলে
উড়লে প্রজাপতি,
প্রজাপতির পাখার তালে
ছড়ায় হীরামতি।
বিকেলটা হয় খুশির ভেলা
শুনলে পাখির সুর,
মন হয়ে যায় মুক্তনদী
সুখের সমুদ্দুর।
তরিকুল ইসলাম সুমন- কবি