Take a fresh look at your lifestyle.

বিজয়ের সকাল

1,019

আজ ভোরের আলোয় বিজয়ের ঘ্রান,
আনন্দে জেগেছে বাংলার প্রাণ।
শহরে গ্রামে উড়ছে লাল সবুজের পতাকা
পথে প্রান্তরে শিহরিত ঝাঁজালো মিছিল,
চারিদিকে বিজয়ের জয়গান
বিজয় মঞ্চে মুক্তি যোদ্ধাদের সৃতিচারণ।
দুঃখ বেদনার করুন কাহিনী
সাথী হারানো ব্যাথায় ব্যতিত স্বজন,
সন্তান হারা মায়ের আহাজারিতে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে আসছে
সাদা মেঘ গুলো কালো হয়ে যায় মুহুর্তে
হাজার হাজার মুক্তি যোদ্ধা হুইল চেয়ারে বসে কান্নায় ভাসিয়ে দিচ্ছে বিজয় মঞ্চ,
বিজয় মেলায় হাজারো মানুষের আনাগোনা
বিজয় মঞ্চে লোক হাতেগোনা,
সন্তান হারা মায়ের অশ্রু শুকিয়ে মুখে হাসি ফুটেছে,
যারা আপনজন হারিয়ে শোকাভিভূত তারা ও আজ বিজয় মিছিলে,
লাল সবুজের পতাকা নিয়ে হাঁটছে।
আজ সেই মুক্তির দিন,বিজয়ের দিন।
সোনার বাংলার সোনার ফসল,
আজ আমরা স্বাধীন দেশের নাগরিক
হাজারো রক্তের বিনিময়ে যারা এই স্বাধীন সার্বভৌম দেশ আমাদের উপহার দিয়েছেন
সেই বীর শহীদদের শ্রদ্ধা ও সালাম জানাব প্রতিনিয়ত।
এই দেশকে সোনার বাংলা গড়ে তুলব এই হউক আমাদের অঙ্গীকার।।

 

সুপ্রিয় কুমার বড়ুয়া –

কবি ও সাহিত্যিক 

Leave A Reply

Your email address will not be published.