বিজয় মানে লাল সবুজের
কেতন উড়া উল্লাস,
বিজয় মানে বাংলা মায়ের
স্বপ্ন-রাজ্যের বিলাস !
বিজয় মানে রক্ত-চোষার
উন্মাদনার বিনাশ,
বিজয় মানে সব বাঙালীর
নিরাপদ বাসের আশ।
বিজয় মানে রাঘব বোয়ালের
চোয়াল ছেঁড়ার শপথ,
বিজয় মানে আমলাতন্ত্রের
উচ্ছেদ করার রথ।
বিজয় মানে স্বৈরাচারীর
আসন ভাঙা যন্ত্র,
বিজয় মানে স্বেচ্ছাচারীর
ভীত উপড়ানো মন্ত্র।
বিজয় মানে দূর্নীতির ঐ
কালো হাতের যমদূত,
বিজয় মানে অত্যাচারী
ধ্বংস করার ব্রত।
বিজয় মানে গণতন্ত্রের
মহাশক্তির ঝান্ডা,
বিজয় মানে সর্বকালের
অন্যায়নাশক পান্ডা।
বিজয় মানে আমার মায়ের
হাসি-মাখা মুখ,
বিজয় মানে সর্বযুগের
সব বাঙালীর সুখ।
হোসনে আরা মেঘনা- কবি।