অন্ধকারটা আমার জীবনে এসে ই থামলো।
গলির ধারেই নিবাস ছিল
তারপর:
ছুঁটে চলা ঐ দূরের গাঁ………..
বাংলা ঘরের মাঁচা
পাটের পাড়া
উহঃ ভেপসা গরম
কালচিটে ভাদোরের রাত;
গতানুগতিক ঈশারা আর প্রকৃতির ডাক
চারিদিক নষ্ট চক্র!
খালের পাড় ক্ষেতের আল পাটক্ষেত পয্যন্ত ;
কত কী শিখে নিচ্ছি
হাতে গোনা নামতা
সময়ের ধরণ
রাতের মাসোয়ারা
লিকারে চুমুক দেয়া
মদের ঘ্রাণ
আঙুল দিয়ে শরীরের পৃথিবীতে হেঁটে চলা!
সাদা পাতায় সময়ের স্বাক্ষর
শেষরাতে রুমাল বদল
আরো কত কী পড়ছি।
নোটে লেখা কার কী নাম।
সময়ের ধাপে ধাপে করছি বিদ্যাপাঠ;
ভালো একটু আলোর মুখ দেখতে পাইনি
অনন্ধকার জীবন ই আমাকে ঢেকে রাখলো!
মিতা- কবি ও সাহিত্যিক।