বিন্দু থেকে বৃত্ত,,
তুমি এক সরল অংকের মানুষ,,
যার জীবন সমীকরণে দুঃখ সুখের ,
সংখ্যার যোগফল সমান সমান!!
একটা বিন্দু থেকে বৃত্তের ব্যাস,ব্যাসার্ধ,
আর জ্যা এর পরিব্যাপ্ত পরিধিতে
আবব্ধ তোমার জীবনের পরিসর,,
তারপরেও তুমি যেনো,
কঠিন এক জ্যামিতিক নকশায় জড়িয়ে আছো,,
দূর্ভেদ্য কোণ খুঁজে পাচ্ছে না,
জীবন গতির সমাধান,
তবুও নিরলস প্রচেষ্টায় তুমি এগিয়েই যাচ্ছো??
যদি তুমি একটা সুখের বিন্দু থেকে
ভালোবাসার বিশাল বৃত্ত গড়তে পারো।
মাকসুদা খানম – কবি ও সাহিত্যিক।।