তুমি ভালোবেসেছিলে বলে ঋতুরাজ বসন্ত যেন
বাসন্তী সাজে সেজেছিলো প্রকৃতি।
মনেতে ছড়িয়েছিলো ফাগুন রঙিন রঙ।
এই বসন্তে তুমি কাছে নেই!
তাই ভালোবাসাও তলিয়ে যাচ্ছে গভীর সমুদ্রে।
বিরহ ঠাঁয় নিয়েছে বসন্তে আর আমি হয়ে যাচ্ছি,
আগের মতই যেই সেই।
কোন অজানা অভিশাপে দূরত্ব হলো আমাদের
বুঝতে পারলা না।
একটু একটু করে হারিয়ে যাচ্ছো বিশাল পৃথিবীর জনপদের ভিড়ে।
অনন্ত বিরহ ব্যাথায় বসন্ত স্মৃতি গুলো
আমায় রয়েছে ঘিরে।
এই বসন্তে সমস্ত আড়াল সমস্ত অভিমান
এসেছে আমাদের মধ্যে।
ভালোবাসার আগ্রহ ছিঁড়ে পড়েছে এই বসন্তে।
আমার সময় কাটছে নির্মমতার নিরবতায়।
এতো নিঃসঙ্গতা আগে কখনও অনুভব করিনি।
তাই আজ ভুলে গেছি বসন্ত প্রকৃতি,
ভুলে গেছি, বসন্তের গান, ভুলে গেছি পূর্ণিমা ও অমাবস্যার মধ্যে পার্থক্য,
ভুলে গেছি কবি গুরুর ফুল ও পাখির বর্ণনা।
শুধু বিরহ বসন্ত জানি আর জানি তোমাকে।
তুমি আমার বিরহ বসন্তের কাঙ্খিত প্রেম।
তোমাকে এই বসন্তে পায়নি
পেয়েছি বিরহের কবিতায়।
তাই তোমাকে কান্নার মতো করে দেখছি,
ভাবছি আর লিখছি….
স্পর্শ করছি না কারণ,
তুমি যদি আবার মিলিয়ে যাও।
কবিতা- কবি।