আমি হেমলকের কথা বলিনি
বলিনি এটম বোমার কথা।
তোমার অবাধ্য কথা আমাকে আহত করেছে
সত্যিই আমি বলছি বিষণ্ণ হৃদয়ের কথা।
যে কথনে নষ্ট মন,নষ্ট ঘর
নষ্ট যেখানে জগৎ সংসার।
ঝাপটে ধরে চিবুক আমার
হৃদয় ভেঙে হয় মিসমার।
আমি বোটোলিনামের কথা বলিনি,
সত্যি বলছি!
আমি সেরিনের কথা বলছিনা।
যা কলিজা তিন সেকেন্ডে নিস্ক্রিয় করে
সেই পটাশিয়াম সায়ানাইডের কথা বলছিনা।
যার ছোঁয়ায় মৃত্যু আলিঙ্গন করে।
আমাকে ভুল বুঝনা!
পোলনিয়ামের কথা বলিনি
হয়তো তোমার কথায় ভি এক্সের নেই।
অ্যারো ব্যঙ নাকি নাস্তানাবুদ করে দেহকে
তবুও তোমার কথার আশ্রয় তারা প্রস্থান করেছে।
তোমার অবহেলা ঐ বিষের মিছিলের চেয়ে বেশি শক্তিশালী।
তোমার আড়ষ্টতা আমাকে উজ্জীবিত করে,
কিন্তু তোমার গুরুত্বহীনতা আমাকে
আহত করে, সত্যিই আহত করে।
আব্দুল মতিন_সম্পাদক, চেতনা বিডি ডটকম