নিখিল পৃথিবী করেছেন সৃষ্টি
কতো যে সুন্দর করে
যেদিকে তাকাই মুগ্ধ হয়ে যাই
দেখি দুই নয়ন ভরে।
গাছপালা তরুলতা পাহাড় পর্বত
চিত্তাকর্ষক প্রবাহিত ঝর্ণাধারা
প্রতিপালকের হুকুম পালন করে
মানুষের সেবায় নিয়োজিত তারা।
আশরাফুল মাখলুকাত করে মানুষকে
স্রষ্টা দিয়েছেন সুমহান পথের দিশা
প্রবৃত্তির তাড়নায় স্বার্থের লোভে
হিতাহিত ভুলে পড়ে আছে ভবের নেশায়।
ভোগের লালসায় পৃথিবীর মোহে পড়ে
সংকীর্ণ স্বার্থে নিয়ন্ত্রনহীন হয় যদি মন
প্রভুর নির্দেশ ভুলেহেলায় পার করলে বেলা
পরকালে কি কাজে লাগবে উপার্জিত ধন।
গভীর অরণ্যে ঘুরে বেড়ায় কত
ভয়ানক হিংস্র জন্তু জানোয়ার
সভ্য সমাজে বাস করেও মানুষের
নৃশংস বর্বরতায় তাদের মানায় হার।
মানুষের দানবীয় হিংস্র থাবায়
ছিন্নভিন্ন হয়ে বিপন্ন মানবতা
তাদের পদতলে পিষ্ট হয়ে আজ
দুমড়ে-মুচড়ে বীভৎস সভ্যতা।
আতিকুর রহমান – কবি ও এডমিন চেতনায় সাহিত্য।