Take a fresh look at your lifestyle.

বৃত্তবন্দি গন্তব্যে

670

 

নিশ্চিন্তপুর জংশনের কাঙ্ক্ষিত গন্তব্যে একদিন
বাক্সবন্দি সময়ের ট্রেন থামলেই;
অযুত আলোর সেফটিপিনে গেঁথে দেব…
পার্থিব সব অন্ত্যজ আঁধার,
নির্লিপ্ত নাগরিক জীবনের ক্ষয়িষ্ণু মানচিত্রে আঁকব আবার
ঠোঁটে ঠোঁট; চিবুকে চিবুক
ফেরারি বসন্তের খোঁজে চিরউন্মুখ;
ক্লান্ত, উদ্ভ্রান্ত, ক্রমশ ঊষর ধুধু মরুবুক।
কপোলের টোলের অতল জলধির স্মিত অনুকাব্যে লিখে দেব
ভালোবাসার সেইসব অনিন্দ্য গল্প…
জারুল সোনালু কৃষ্ণচূড়ার
অকালে মরা নদী
বৃক্ষহীন মুমূর্ষু ন্যাড়া পাহাড়…
অথবা
বিভ্রান্তির নাগরদোলায় চিরদোদুল্যমান
কিষানির রগ উঠা হাতের মতোন; পলেস্তরাখসা কবিতা মাখা
বৃত্তবন্দি গন্তব্যের সেই সব পাথর কালো সময়…
তার, তাহাদের, তোমার এবং আমার!

 

মনিরুল ইসলাম চঞ্চল – কবি,সাহিত্যিক ও সংগঠক।

Leave A Reply

Your email address will not be published.